বাংলাদেশ জলে স্থলে অন্তরীক্ষে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে । আমরা রক্তক্ষয়ী এক যুদ্ধের মধ্য দিয়ে এই দেশ অর্জন করেছি। মানবিকতা, গণতন্ত্র, (ধর্মনিরপেক্ষতা), আর সমতাভিত্তিক এক সমাজ গঠনের মানসে এ অঞ্চলের বাঙলা ভাষাভাষি জনগোষ্ঠীর নেতৃত্বে আমরা একটি স্বতন্ত্র স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গড়ার লক্ষ্যে লড়েছিলাম। ১৯৭১ সনে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তা অর্জন করতে সক্ষম হয়েছিলাম। কিন্তু আমাদের আদর্শগুলো এখনও বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সমূহকে ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য অবারিত করতে এখনও আমরা সক্ষম হইনি। এখন পর্যন্ত আমরা গণতান্ত্রিক কাঠামো মজবুত ভিতের ওপর দাঁড় করাতে পারিনি। আমরা ধর্মনিরপেক্ষতা ও অসাম্প্রদায়িকতাকে পুরোপুরি ধারণ করতে পারছি না। সমাজে ধর্মান্ধতা আর ধর্মীয় সঙ্কীর্ণতা এক ধরনের পুনরুজ্জীব ঘটায় মানবিক সমাজ গঠনের পথে আমরা অগ্রসর হতে গিয়ে বারবার হোঁচট খাচ্ছি। নব্য ধনীক শ্রেণীর উত্থানে সমতা ভিত্তিক সমাজ গঠনেও আমরা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছি। অথচ আমরা এখন বৈষয়িক উন্নয়নের ক্ষেত্রে অভাবিত সাফল্য অর্জন করে চলেছি। জলে স্থলে অন্তরীক্ষে আমাদের অগ্রযাত্রা অপ্রতিরোধ্য। এমতাবস্থায় মুক্তিযুদ্ধের চেতনার আলোকে দেশ গড়ার শপথে এগিয়ে যেতে মত ও পথ এর অনলাইন ভার্সন প্রয়াস চালিয়ে যাবে। আমাদের এই চলার পথ সহজ নয়। তবুও আমরা গণতন্ত্রের পথে, অসাম্প্রদায়িকতার পথে, ধর্মনিরপেক্ষতার পথে এবং একটি সমতা ভিত্তিক মানবিক সমাজ গঠনের পথে এগিয়ে যাব। এই অভিযাত্রায় আমরা সকলের সহযোগিতা প্রত্যাশী।
আমাদের সম্পর্কে