যুক্তরাষ্ট্রে পত্রিকা অফিসে ঢুকে গুলি, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের স্থানীয় একটি দৈনিক পত্রিকার কার্যালয়ে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন বেশ কয়েকজন।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলের দিকে মেরিল্যান্ড অঙ্গরাজ্যের রাজধানী অ্যানাপোলিসে ‘ক্যাপিটাল গেজেট’ নামে একটি পত্রিকা অফিসে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সহকারী বার্তা সম্পাদক রর হিয়াসেন, সম্পাদকীয় পাতার সম্পাদক গেরাল্ড ফিশচম্যান, বিশেষ প্রকাশনা সম্পাদক ওয়েন্ডি উইনটারস, বিক্রয় সহকারী রেবেকা স্মিথ ও নিজস্ব লেখক জন ম্যাকনামারা।
স্থানীয় পুলিশের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, অ্যানাপোলিসের ৮৮৮ বেস্টগেট রোডে পত্রিকাটির কার্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কার্যালয়ের ভবনটি ঘেরাও করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পত্রিকাটির ক্রাইম রিপোর্টার ফিল ডেভিস তার টুইটারে লিখেছেন, ‘বেশ কয়েকজনকে গুলি করা হয়েছে। তাদের মধ্যে কেউ হয়তো মারা গেছেন। এর চেয়ে ভয়ংকর আর কী হতে পারে যে, অফিসের ডেস্কের নিচে লুকিয়ে আপনি সন্ত্রাসীদের গুলি রিলোডের শব্দ শুনতে পাচ্ছেন।’
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
সূত্র : বিবিসি

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে