২০১৭ সালের জন্য অনুমোদিত হল রেকিট বেনকিজার (বাংলাদেশ) লিমিটেডের ক্যাশ ডিভিডেন্ড। ৫৭তম বার্ষিক সাধারণসভায় ৭৯০% ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করে প্রতিষ্ঠানটি। সম্প্রতি চট্টগ্রামের একটি অভিজাত হোটেলে বার্ষিক সাধারণসভায় জানানো হয় কোম্পানরি ২০১৭ সালের বিক্রয় আগের বছরের তুলনায় ১০.৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই প্রবৃদ্ধি হয়েছে রেকিট বেনকিজার (বাংলাদেশ) লিমিটেডের প্রধান তিনটি ব্র্যান্ড ডেটল, হারপিক, ও ভিট থেকে।
উক্তসভায় ২০১৭ সালের জন্য ৭৯০% ক্যাশ ডিভিডেন্ড অনুমোদতি হয়। সভায় সাধারণ শেয়ারহোল্ডারগণ, কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ভিশাল গুপ্তা, স্বতন্ত্র পরিচালক সি কিউ কে মুস্তাক আহমদে, পরিচালক সৈয়দ তানজিম রেজোয়ান, প্রধান অর্থ কর্মকর্তা ও পরচিালক সৌরভ মিত্র এবং কোম্পানি সচিব মোঃ নাজমুল আরেফিন উপস্থিত ছিলেন ।