রোনাল্ডোই ভাবাচ্ছেন উরুগুয়েকে

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়েই ভাবতে হচ্ছে উরুগুয়ে শিবিরকে। একা সিআর সেভেনই ভাবাচ্ছেন বিপক্ষকে। উরুগুয়ে কোচ অস্কার তাবারেজ যেমন পর্তুগাল অধিনায়ককে সাফ বিশ্বের সেরা স্ট্রাইকার হিসেবে চিহ্নিত করেছেন। তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়ে মেনেই নিয়েছেন যে তাঁর অধিনায়ক দিয়েগা গোডিনের একার পক্ষে রোনাল্ডোকে আটকানো সম্ভব নয়। আর তাই গোডিন একা নন, আরও কয়েকজনকে একসঙ্গে রেখেই রোনাল্ডোকে আটকানোর ছক কষেছেন তিনি। কিন্তু, তাতেও আটকানো যাবে কিনা সংশয়ে খোদ তাবারেজই! উরুগুয়ের প্রধান ভরসা স্ট্রাইকার লুই সুয়ারেজ আবার সাফ বলেছেন, শনিবার রাতের ম্যাচ মোটেই রোনাল্ডোর সঙ্গে তাঁর দ্বৈরথ হিসেবে দেখা উচিত নয়। ক্লাব পর্যায়ের লড়াইয়ের সঙ্গে বিশ্বকাপের তুলনাই হয় না, জানিয়ে দিয়েছেন তিনি। সুয়ারেজের কাছে এটা দল বনাম দল। উরুগুয়ে বনাম পর্তুগাল। কোনও ভাবেই সুয়ারেজ বনাম রোনাল্ডো নয়। মুশকিল হল, সুয়ারেজ বনাম রোনাল্ডা না হলেই বা, শেষ আটে যাওয়ার লড়াইকে উরুগুয়ে বনাম রোনাল্ডোই দেখাচ্ছে!

শেয়ার করুন

universel cardiac hospital

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে