‘পাকিস্তানে প্রার্থীদের হুমকি দিচ্ছে আইএসঅাই’

ভোটের পাকিস্তানে প্রধান ত্রাস পাক গুপ্তচর সংস্থা আইএসঅাই৷ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের প্রাণনাশের হুমকি দিচ্ছে গুপ্তচর সংস্থা৷ প্রাক ভোটে পাকিস্তান গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে এই বিস্ফোরক মন্তব্য নওয়াজ শরিফের৷
লন্ডন থেকে নওয়াজ জানান, পাক গুপ্তচর সংস্থাই নির্বাচনী প্রার্থীদের হুমকি দিচ্ছে৷ তিনি বলেন, ‘ অতিত থেকে কোনও শিক্ষাই নেয়নি পাকিস্তান৷ পাক গুপ্তচর সংস্থাই শান্তিতে ভোট হতে দেবে না৷’ নওয়াজের অভিযোগ ,ISI-র হুমকির মুখে পড়েছেন তাঁরই দল পাকিস্তান মুসলিম লীগের প্রার্থী রানা ইকবাল৷ মিথ্যে অভিযোগ চাপিয়ে ইকবালকে প্রার্থী পদ তুলে নিতে বাধ্য করেছে আইএসঅাই৷ পঞ্জাব প্রদেশের প্রার্থী ছিলেন ইকবাল৷ শুধু তাই নয়, পাকিস্তানে নিষিদ্ধ সংগঠনগুলিকে ভোটের ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রেও হাত আছে আইএসঅাই-র বলে জানান শরিফ৷
যদিও, ভোটের আগে প্রার্থী পদ তোলার হিড়িক পাকিস্তানে৷ প্রাণভয়ে পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রার্থী পদ তুলে নিচ্ছেন৷ পরিস্থিতি এমনই যে, ২৫ জুলাই ভোটের আগে গোটা পাকিস্তান জুড়ে আতঙ্কের আবহ৷ অভিযোগ, প্রাণনাশের হুমকি, হেনস্থার মুখে পড়ছেন বেশিরভাগ প্রার্থী৷ বিষয়টি কড়া হাতে দেখার আশ্বাস পাক নির্বাচন কমিশন৷

শেয়ার করুন

universel cardiac hospital

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে