জলই জীবন৷ আর, সেই জলের আকাল একাধিক শহরে৷ বিশেষ করে আরবীয় রাষ্ট্রগুলির কাছে এটি চিন্তার বিষয়৷ কিন্তু, যৌথ প্রচেষ্টায় মিলেছে সমাধান৷ একটি বড় প্রকল্প এবং তার থেকেও বৃহত্তর বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে ইউএই এর ন্যাশনাল অ্যাডভাইসর ব্যুরো একটি ঘোষণা করেন৷ যেখানে বলা হয়, জলসঙ্কট দূর করতে ইউএই আইসবার্গ প্রকল্পটিতে আর্ন্টার্কটিকার তুষারস্তূপ ভেঙে শহরগুলিতে জল সরবরাহের ব্যবস্থা করবে প্রসাশন৷ প্রচেষ্টাটিকে সফল করতে বিশেষজ্ঞদের নিয়ে একটি বৈজ্ঞানিক দল গঠন করা হয়েছে৷ স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে বিষয়টি৷ যেখানে বলা হয়েছে, প্রকল্পটি বাস্তবায়নের জন্য খরচ হতে চলেছে প্রায় ৬০ মিলিয়ন ইউএস ডলার৷ আগামী বছরের মধ্যেই শুরু হবে প্রজেক্টটির কাজ৷ তুষারস্তুপ গুলিকে আনা হবে অস্ট্রেলিয়া অথবা দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে জাহাজের মাধ্যমে৷ ২০২০ সালের প্রথমে আনা হবে বরফের স্তুপগুলিকে৷ অন্যদিকে, হিমশৈলকে কাজে লাগিয়ে পর্যটনশিল্পের উন্নতির পরিকল্পনা করছে দেশটি৷ উত্তর এবং দক্ষিণ মেরুতে অনেক পর্যটকই যেতে পারেন না বিভিন্ন কারণে৷ তাদের জন্য এটি হতে পারে একটি ভালো সুযোগ৷ মানচিত্রে ইউএই পেতে পারে প্রথম মরুভূমির দেশের পরিচিতি৷
আন্তর্জাতিক