সেন্ট পিটার্সবার্গে ম্যাচে এক গোল গড়ে দিলো পার্থক্য। সুইজারল্যান্ডকে হারিয়ে সুইডেন উঠে গেল রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। ১-০ গোলে জিতে ১৯৯৪ সালের পর প্রথমবার শেষ আটের টিকিট পেল সুইডিশরা।আগামী ৭ জুলাই সামারা অ্যারেনায় সুইডিশদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড কিংবা কলম্বিয়া।
২৪ বছর পর কোয়ার্টারে পা রাখলো সুইডেন। ১৯৯৪ বিশ্বকাপে সবশেষ কোয়ার্টার ফাইনালে খেলেছিল সুইডিশরা। কোয়ার্টারে যাওয়ার পথে ৬৪ বছর পর কোয়ার্টারে খেলার স্বপ্নে বিভোর সুইজারল্যান্ডকে পরাজিত করে তারা। সুইজারল্যান্ড ১৯৫৪ সালে স্বাগতিক দেশ হয়ে শেষবার কোয়ার্টারে খেলেছিল।
আগের যেকোন বারের তুলনায় এবারের সুইস দলটিকে নিয়ে সংশ্লিষ্টরা দারুন আশাবাদী। কিন্তু ইতোমধ্যেই ‘সোনালী প্রজন্মের’ তকমা পাওয়া দলটিকে সুইডেন যে মোটেই ছেড়ে কথা বলবে না তা সহজেই অনুমেয়। মাঠের লড়াইয়ে প্রমাণও পাওয়া গেল।