রোহিঙ্গাদের জন্য আরো বৈশ্বিক সহায়তার আহ্বান বিশ্ব ব্যাংকের

বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম আজ বলেছেন, নির্মম দমন-পীড়নের মুখে মিয়ানমার থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা ১০ লাখ রোহিঙ্গা শরনার্থীকে সহায়তার জন্য বিশ্বের কাছে থেকে বাংলাদেশের আরো বেশি সমর্থন প্রয়োজন । জাতিসংঘ মহাসচিবের সঙ্গে কিমের বাংলাদেশে দু’দিনের সফর শেষ হয়েছে।
বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট কিম ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কক্সবাজারে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।
আজ বিশ্ব ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।
কিম বলেন, আমি সরাসরি এ সমস্যার ভয়াবহতা সম্পর্কে জেনেছি এবং চরম দুর্দশাগ্রস্ত নারী ও পুরুষদের সঙ্গে কথা বলেছি। তারা তাদের গ্রামে ফিরত যেতে চায়। তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দিয়ে বাংলাদেশ মহৎ কাজ করেছে। কিন্তু বর্ষা, প্রাকৃতিক দুর্যোগ এবং রোগ-ব্যাধির প্রাদুর্ভাবে তাদের আরো অনেক সমর্থন ও সহায়তা প্রয়োজন। আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সহায়তার উদ্যোগ নিতে হবে।
কিম ও গুতেরেস ট্রানজিট ক্যাম্প ও স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনের সময় রোহিঙ্গা নারী-পুরুষদের সঙ্গে কথা বলেন।
কিম রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে