চট্টগ্রামের মেগা প্রকল্পের মনিটরিং কমিটির বৈঠক কাল

চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে গৃহিত মেগা প্রকল্পের মনিটরিং কমিটির বৈঠক কাল বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এতে সভাপতিত্ব করবেন।

সিডিএর সম্মেলন কক্ষে অনুষ্ঠেয় বৈঠকে সিডিএ এবং সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের কর্মকর্তারা ছাড়াও চট্টগ্রাম সিটি কর্রপরেশন,চট্টগ্রাম বন্দর, পানি উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম ওয়াসা, রেলওয়েসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

বৈঠকে মহানগরীর গুরুত্বপূর্ণ প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার মেগা প্রকল্প এবং এ পর্যন্ত পরিচালিত কার্যক্রম বিশ্লেষণ, প্রতিবন্ধকতাসমূহ চিহ্নিতকরণ এবং উত্তোরণের পন্থা নিয়ে আলোচনা করা হবে। নির্ধারণ করা হবে প্রকল্পের ভবিষ্যৎ কর্মপন্থা।

উল্লেখ্য, মেগা প্রকল্পের কাজ শুরু করার আগে মনিটরিং কমিটি গত ১১ মার্চ প্রথম বৈঠকে বসেছিল। কাজ শুরুর পর এটি কমিটির দ্বিতীয় বৈঠক। বৈঠকটিকে খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলেছেন, মেগা প্রকল্পের কাজ শুরুর পর এটি প্রথম বৈঠক।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে