ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের কাছে ফেরি ডুবে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে৷ নিখোঁজের সংখ্যা ৪০-এর বেশি৷ তাদের সন্ধানে জারি রয়েছে উদ্ধার কাজ৷
মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে৷ রয়টার্স জানাচ্ছে ফেরিটিতে ১৪০ জনের মতো যাত্রী ছিল৷ ইতিমধ্যেই ৬৯ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা দফতর৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকাই মাঝ হ্রদে ফেরিটির মধ্যে জল ঢুকতে শুরু করে৷ আতঙ্কে অনেক যাত্রী জলে ঝাঁপ দেন৷ ধীরে ধীরে ফেরিটি ডুবে যায়৷ ডুবে যাওয়ার সময় অতি দ্রুততার সাথে তীরের খুব কাছাকাছি থাকা ফেরিটির ক্যাপ্টেন এটিকে একটি প্রবাল প্রাচীরের দিকে চালিয়ে নিয়ে যান কোনওক্রমে৷ যাতে প্রবাল প্রাচীরের সাহায্যে কিছু মানুষ অন্তত প্রাণে বাঁচতে পারেন৷
উদ্ধারকাজ দ্রুত করতেই তিনি এমন বুদ্ধিমত্তার কাজ করেন বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার যোগাযোগ মন্ত্রণালয়ের উর্দ্ধতনরা৷