জাতীয়তাবাদী যুবদলের গাজীপুর মহানগর কমিটি ঘোষণার পর পদবঞ্চিত হয়ে বিক্ষুদ্ধ নেতারা তাদের দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সোয়া ১১টায় ছাত্রদল নেতা মাহমুদ হাসান রাজুর নেতৃত্বে ৭-৮জন যুবক হাতে কেরোসিনের বোতল নিয়ে নগরের জয়দেবপুরের রাজবাড়ি রোডের জেলা কার্যালয়ে প্রবেশ করে। ভেতরে ঢুকেই ফ্লোরে ও টেবিল চেয়ারে কেরোরিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। আশপাশের লোকজন দ্রুত পানি ঢেলে ও ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা এসে আগুন নিভিয়ে পেলে। তবে আগুনে চেয়ার টেবিল ও ঘরের সিলিং পুড়ে গেছে। তবে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের দমকলকর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলে।
ছাত্রদল নেতা রাজুর দাবি, যারা অতীতে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিল না, তারাই পদ পেয়েছে। আর সে নিজে সব সময় দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিল এবং অনেকগুলো মামলার আসামি। এরপরও তাকে মূল্যায়ন না করে পদ বঞ্চিত করা হয়েছে। ইউএনবি