মত ও পথ ডেস্ক
একের পর এক সরকার বিরোধী প্রবল আন্দোলন৷ রাজধানী অচল করে রাস্তায় বিক্ষোভে অংশ নেওয়া৷ পাশাপাশি সরকারে থাকা দল ও নাওয়াজ শরিফের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ৷ দুই সমীকরণের চালেই ক্রিকেটের কিং খান এবার পাক মসনদে ? উঠছে এমনই প্রশ্ন৷ সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্ট, প্রাক নির্বাচনী সমীক্ষায় উঠে এসেছে ইমরান খানের দল ক্ষমতায় আসতে পারে৷
সমীক্ষা মিলে গেলে নজির গড়বে পাকিস্তান৷ ক্রিকেটের দুনিয়ার বেতাজ বাদশা হয়ে পাকিস্তানকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন৷ দেশটির প্রথম ক্রীড়া ব্যক্তিত্ব যিনি প্রধানমন্ত্রীর পদে বসতে চলেছেন৷ সবমিলে জনমত সমীক্ষায় ইমরানের পাল্লাকে ভারি৷ আগামী ২৫ জুলাই পাক জাতীয় নির্বাচন৷ এই নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন দল পিএমএল(এন) ও পিপিপি পাকিস্তানের একাধিকবার ক্ষমতায় এসেছে৷ এবার তাদের থেকে মুখ ফেরাচ্ছেন সাধারণ পাকিস্তানিরা৷ পছন্দের দল হিসেবে উঠেছে পাকিস্তান তেহরিক ই ইনসাফ বা পিটিআই৷
ইমরান খান নেতৃত্বাধীন পিটিআই খাইবার পাখতুনখোয়া প্রদেশে ক্ষমতাসীন৷ জাতীয়স্তরে ক্রমশ তার সমর্থন বেড়েছে৷ পরিস্থিতি এমন যে পাকিস্তান মুসলিম লিগ (নাওয়াজ) এর সঙ্গে প্রবল টক্কর চলছে৷ বেশ খানিকটা পিছিয়ে পিপিপি৷