কানাডায় তাপদাহে প্রাণ গেল ১৯ জনের

কানাডার কুইবেকে তাপদাহে কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। গত সাত দিনে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
আঞ্চলিক জনস্বাস্থ্য পরিচালক মেলিন ড্রয়িন জানান, পূর্বাঞ্চলীয় প্রদেশের রাজধানী মন্ট্রিয়েলে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সংবাদপত্র ট্রিবিউনের খবরে ইস্টার্ন টাউনশিপে গত ৪৮ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে।
রেডিও কানাডার খবরে বুধবার মন্ট্রিয়েলের উপকণ্ঠে তাপদাহে মারা গেছেন আরও দুই জন।
দেশটির আবহাওয়া সংস্থা জানায়, এ অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ৩৪ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। বাতাসে আর্দ্রতা থাকায় এতে তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস অনুভূত হচ্ছে।

শেয়ার করুন

universel cardiac hospital

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে