সব আশা শেষ নওয়াজ শরিফের? নির্বাচনে লড়তে পারবেন না মরিয়ম

নওয়াজ শরিফ

মত ও পথ ডেস্ক

নওয়াজ শরিফের দুর্নীতির মামলার রায়ে বড়সড় প্রভাব পড়তে চলেছে পাকিস্তানের নির্বাচনে। ১০ বছরের জেলের সাজা ঘোষণা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের। আর যাকে নিয়ে শেষ আশা দেখেছিল তাঁর দল, সেই নওয়াজ কন্যা মরিয়মেরও সাত বছরের জেলের সাজা ঘোষণা করা হয়েছে। অর্থাৎ, নির্বাচনে লড়তে পারবেন না মরিয়ম।

universel cardiac hospital

এদিনের রায়ের পর ট্যুইট করে মরিয়ম দলের উদ্দেশে বলেন, ‘কোনোভাবেই এই রায়ে বিচলিত হবেন না। নওয়াজ শরিফের জন্য এটা নতুন কিছু নয়। নির্বাসন, যাবজ্জীবন, এসবের মুখোমুখি আগেও হয়েছেন তিনি।’

নওয়াজ কন্যা মরিয়ম

শুক্রবার পাকিস্তানের আদালতে নওয়াজ শরিফের এই মামলার শুনানি ছিল। আর সেখানেই সাজা ঘোষণা করা হয়েছে। এর আগে লন্ডনে তাঁর স্ত্রী’র চিকিৎসা চলায় শুনানি পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিলেন নওয়াজ শরিফ। কিন্তু সেই আর্জি ধোপে টেকেনি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে