পাঁচটি মেয়ে৷ পাঁচটি জীবন৷ কিন্তু বাঁধা এক সুতোর টানে৷ প্রত্যেকে আটকে একটা জায়গায়৷ ইরা, সুজি, মিস সেন, রূপা, মেহের৷ লড়াই করে সমাজে নিজের জায়গা অর্জন করে নেওয়ার জেদে আটকে তারা৷ যেখানে অসংখ্য বাঁধা পেরিয়ে পৌঁছতে হবে এক নতুন দেশে৷ স্বাধীনতার দেশে৷ যেখানে গতানুগতিক মহিলার জীবন থেকে মুক্তি পাওয়ার আশা রয়েছে৷ পাঁচটি মেয়ের গল্প নিয়ে মুক্তি পেল ‘ক্রিসক্রস’র টিজার৷
ইরার চরিত্রে মিমি চক্রবর্তী৷ পেশায় একজন ফোটোগ্রাফার৷ ফোটোগ্রাফিই তার প্যাশন৷ কিন্তু সমস্যা ইরার বয়ফ্রেন্ডকে নিয়ে৷ বয়ফ্রেন্ডের চরিত্রে রয়এছেন অর্জুন চক্রবর্তী৷ যে একেবারেই ইরার পেশাগত জগৎটাকে বুঝতে চায় না৷ এমনকি আল্টিমেটামও দেয় ইরাকে সে, “হয় অফিস নয় আমি”৷ তবে এসব হুমকি দমে যাওয়ার মেয়ে ইরা নয়৷ বিয়ের পর কাজ ছেড়ে সারাটা জীবন নষ্ট করতে চায় না সে৷
প্রিয়াঙ্কা সরকার রয়েছেন একজন সিঙ্গল মাদারের চরিত্রে৷ নাম সুজি৷ ছেলেকে নিয়ে কমবয়সী মেয়ে বিভিন্ন কারণে বিপদে পড়তে থাকে তাকে৷ টিজারে এক মদ্যপ ব্যক্তির অত্যাচারও সহ্য করতে হয় সুজিকে৷ এসমস্ত ঝামেলার মধ্যে নষ্ট হচ্ছে তাঁর ছেলের ভবিষ্যৎ৷ সুজিকে সেই তিন্তায় কুঁড়ে কুঁড়ে খাচ্ছে প্রতিনিয়ত৷
ঘরোয়া মেয়ে রূপা৷ নিজের সবটা দিয়ে শশুড়বাড়ির যোগ্য বউমা হওয়ার চেষ্টায় পড়ে থাকে সারাদিন৷ কিন্তু স্বামীর অত্যাচার, শাশুড়ির কটূক্তি শুনে যেতে হয় তাঁকে৷ অন্যদিকে দেওরের কুনজর এড়াতেও কম ঝক্কি পোয়াতে হয়না তাকে৷ রূপার ভূমিকায় সোহিনি সরকার৷
সমাজের ঝকঝকে উঁচু স্তরের মানুষদের মধ্যে মিস সেন একজন৷ সাফল্য তার পিছু পিছু যায়৷ তবে এই দামী বাড়ি গাড়ির মধ্যেও রয়েছে বিষাদ৷ সফিস্টিকেটেড মুখোশের আড়ালে একাকী মিস সেন৷ এই চরিত্রে রয়েছেন জয়া আহসান৷
অবশেষে আসা যাক মেহেরের কথায়৷ যার দুই চোখে একটাই স্বপ্ন৷ অভিনেত্রী হওয়ার আকাঙ্খা নিয়ে এগিয়ে চলেছে মেহের৷ কিন্তু সমাজের তুচ্ছ তাচ্ছিল থেকে মেহেরেরও নিস্তার নেই৷ অভিনয় নুসরত জাহান৷
পাঁচটি মেয়ের লড়াই নিয়ে তৈরি ‘ক্রিসক্রস’র ছবির চিত্রনাট্য৷ মহিলাকেন্দ্রিক ছবি বললে ভুল হবে৷ মেয়েদের স্বাধীনতা, সম্মানকে বাঁচিয়ে রাখার চেষ্টা৷ সমাজে মেয়েদের গুরুত্বকে বোঝানো হয়েছে এই ছবিতে৷ এবছর আগামী ১০ আগস্ট মুক্তি পাবে ছবিটি৷ অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, ঋদ্ধিমা ঘোষ চক্রবর্তী, গৌরব চক্রবর্তী সহ অনেকে৷