আন্তর্জাতিক মিডিয়া সম্মেলনে বাংলাদেশের তিন তরুণ

মত ও পথ রিপোর্ট

স্কটল্যান্ডের এডিনবার্গে অনুষ্ঠিত হয়ে গেলো আন্তর্জাতিক মিডিয়া সম্মেলন। ৪ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেন তিন তরুণ সাংবাদিক। বিশ্বের ৫০টি দেশের প্রতিযোগিদের মধ্য থেকে বাছাইয়ের মধ্যমে এদের নির্বাচন করা হয়।

ব্রিটিশ কাউন্সিল নেটওয়ার্কের তত্ত্বাবধানে কঠোর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছেন গ্রামীণফোনের ট্রেইনি মিয়া মো খাই, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজির (কিউইউটি) শিক্ষার্থী নোরমা হিলটন এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাওয়াদ সাদমান। বছরের শুরুতে ফিউচার নিউজ ওয়ার্ল্ডওয়াইডের অনলাইন প্রচারণায় প্রতিযোগীদের আবেদনের প্রেক্ষিতে এবং তাদের যোগ্যতার মাপকাঠিতে সেরাদের নির্বাচিত করা হয়েছে। বাংলাদেশ থেকে শতাধিক আবেদনকারীর মধ্যে সাংবাদিকতায় ভূমিকা এবং এ পেশায় তাদের অনুরাগের ভিত্তিতে সেরা তিনজনকে বাছাই করা হয়েছে।

universel cardiac hospital

বিশ্বের বেশ ক’টি শীর্ষস্থানীয় মিডিয়া প্রতিষ্ঠানের সহযোগিতায় ব্রিটিশ কাউন্সিল এ সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনে, প্রতিযোগীরা সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ নেয়ার পাশাপাশি, খ্যাতিমান সাংবাদিকদের সঙ্গে আলোচনার সুযোগ পাবে। ইতিমধ্যেই, এ সম্মেলনে নিজেদের উপস্থিতি নিশ্চিত করেছেন বিবিসি’র সংবাদ পাঠক ও সাবেক চীন সম্পাদক ক্যারি গ্রেসি, রয়টার্সের গ্লোবাল নিউজ এডিটর আলেসান্দ্রা গ্যালোনি এবং কেনিয়ার সম্পাদক ও ওপেন-ডাটা চ্যাম্পিয়ন ক্যাথেরিন গিশেরু।

স্কটিশ পার্লামেন্টে অনুষ্ঠিতব্য ফিউচার নিউজ ওয়ার্ল্ডওয়াইডের এ সম্মেলনের মাধ্যমে স্কটল্যান্ডের তরুণ ও মেধাবী সাংবাদিকরাও কিংবদন্তী সাংবাদিকদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা আদান-প্রদানের পাশাপাশি, নিজেদের কর্মদক্ষতা উন্নয়নে দিক নির্দেশনা নেয়ার সুযোগ পাবেন। দৈনন্দিন জীবনে গোটা বিশ্বের খবর নিতে গণমাধ্যম অগ্রগণ্য ভূমিকা পালন করে আসছে। এ সম্মেলনের লক্ষ্য সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমকর্মীরা যে সকল প্রতিকূলতার মুখোমুখি হন তা সবার সামনে তুলে ধরা।

সম্মেলনে অংশগ্রহণ প্রসঙ্গে জাওয়াদ সাদমান সিদ্দিকী বলেন, ‘কখনোই কণ্ঠের ক্ষমতাকে ছোট করে দেখার উপায় নেই। যখন আপনার কথার মূল্য থাকবে, তখনই আপনি সমাজে পার্থক্য গড়ে দিতে পারবেন। সম্ভাবনাময় সাংবাদিকদের জন্যবেশ বড় একটি প্ল্যাটফর্ম হতে যাচ্ছে ফিউচার নিউজ ওয়ার্ল্ডওয়াইডের এ সম্মেলন। এখানে অংশ নেয়ার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত।’

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর বারবারা উইকহ্যাম বলেন, ‘এডিনবার্গে অনুষ্ঠিত ফিউচার নিউজ ওয়ার্ল্ডওয়াইড সম্মেলনে অংশ নেয়ার সুযোগ পাওয়ায় প্রতিভাবান সাংবাদিক মিয়া মো খাইঁ, নোরমা হিলটন ও জাওয়াদ সাদমান সিদ্দিকীকে আন্তরিক অভিনন্দন। মিডিয়া ও উন্নয়ন ক্ষেত্রে সম্ভাবনাময় অন্যান্যনেতৃবৃন্দের সাথে যোগাযোগ স্থাপনে এ সম্মেলন অংশগ্রহণকারীদের জন্য বিশেষ সুযোগ হিসেবে কাজ করবে। তরুণ এ তিন অংশগ্রহণকারীরা শুধুমাত্র বাংলাদেশের প্রতিশ্রুতিশীল তরুণ প্রজন্মকেই তুলে ধরবে না পাশাপাশি, তারা অন্যান্যদেশের ভবিষ্যৎ মিডিয়া ব্যক্তিত্বদের সাথে যোগাযোগ স্থাপনে সাংবাদিকতায় তাদের অনুরাগ ও প্রবল উৎসাহের প্রমাণ দিয়েছে। সম্মেলনে নেটওয়ার্কিং-এর মাধ্যমে তারা সাংবাদিকতা বিষয়ে দক্ষতা অর্জনের সুযোগ পাবে এবং দেশে ফেরত আসার পর সম্মেলনে অর্জিত জ্ঞান প্রয়োগ করে তারা এ খাতে ইতিবাচক প্রভাব রাখতে পারবে।’

রয়টার্সের এডিটর ইন চিফ এবং ফিউচার নিউজ ওয়ার্ল্ডওয়াইডের চেয়ারম্যান মার্ক উড বলেন, ‘ফিউচার নিউজ ওয়ার্ল্ডওয়াইড সম্মেলন ৫০টি দেশের তরুণ সাংবাদিকদের জন্য অত্যন্ত শিক্ষণীয় হতে যাচ্ছে। অভিজ্ঞ সাংবাদিকদের কাছ থেকে অংশগ্রহণকারী তরুণরা নানা দিক-নির্দেশনা অর্জন করতে পারবে। সম্মেলনে উচ্চমানের সাংবাদিকতা, বিশ্বস্ত ভূমিকা পালন ও ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা পাবে অংশগ্রহণকারীরা। সত্য, নিরপেক্ষ ও ভালোমানের সংবাদ যখন সকলের চাহিদা, এমন সময়ে এ সম্মেলনে তরুণ সাংবাদিকদের নির্ভরশীল হতে এবং গুণগত সাংবাদিকতায় উৎসাহী করে তুলবে।’

 

এস/৯৭১৮/১১

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে