নেদারল্যান্ডসকেও পাত্তা দিলো না বাংলাদেশের মেয়েরা

পাপুয়া নিউগিনির পর স্বাগতিক নেদারল্যান্ডসকেও পাত্তা দিলো না বাংলাদেশের মেয়েরা। রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ তারা জিতল ৭ উইকেটে।

এই জয়ে ‘এ’ গ্রুপে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। আগামী ১০ জুলাই তারা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে তৃতীয় ম্যাচ।

universel cardiac hospital

টস জিতে প্রথমে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। টাইগ্রেস বোলারদের সামনে পাত্তাই পাননি স্বাগতিক দলের ব্যাটসম্যানরা। নেদারল্যান্ডসের ছয় ব্যাটসম্যান শুন্য রানেই সাজঘরে ফিরেন। দলের পক্ষে দুই অংকের রান করতে পেরেছেন কেবল দুজন। স্টেরি ক্যালিস ১৫ আর ডেনিসে হানেমা করেন ১৪ রান।

বাংলাদেশের পক্ষে ৩টি করে উইকেট নেন রুমানা আহমেদ আর ফাহিমা খাতুন। পান্না ঘোষ ২টি এবং সালমা খাতুন আর নাহিদা আক্তার নেন ১টি করে উইকেট।

এরপর জয় তুলে নিতে একেবারেই কষ্ট হয়নি বাংলাদেশের মেয়েদের। ৩২ রানে ৩টি উইকেট হারালেও শামিমা সুলতানার ১৪ আর ফারজানা হকের অপরাজিত ১১ রানে ভর করে ৭৩ বল হাতে রেখেই জিতেছে সফরকারিরা।

এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স আপ আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ খেলার টিকিট পাবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে