সেমিফাইনালে গোল করার পণ করলেন লুকাকু

মত ও পথ ডেস্ক

সেমিফাইনালে গোল করার পণ করলেন লুকাকু

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রথম দু’ম্যাচে চার গোল, কিন্তু শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালে গোলবিহীন বেলজিয়ামের স্ট্রাইকার রোমেলু লুকাকু। তবে কি গোল করতে ভুলে গেছেন তিনি! না, গোল করতে ভোলেননি লুকাকু। টুর্নামেন্টের প্রথম সেমফিাইনালে আগামীকাল (১০ জুলাই) ফ্রান্সের বিপক্ষে গোল পাবেন বলে জানিয়ে দিলেন লুকাকু, ‘শেষ দুই ম্যাচে গোল করতে পারিনি। তবে সতীর্থদের দিয়ে গোল তো করিয়েছি। ফ্রান্সের বিপক্ষে আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ। এ গুরুত্বপূর্ণ ম্যাচেই গোল করবো আমি।’

universel cardiac hospital

গ্রুপ পর্বে পানামা ও তিউনিশিয়ার বিপক্ষে দু’টি করে চার গোল করেন লুকাকু। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে বিশ্রামে ছিলেন তিনি। বিশ্রাম দিয়ে লাভ হয়নি লুকাকুর। শেষ ষোলোতে জাপানের বিপক্ষে এবং শেষ আটে ব্রাজিলের বিপক্ষে গোল পাননি তিনি। তবে এসব নিয়ে মোটেও চিন্তিত নন লুকাকু। ফ্রান্সের বিপক্ষে ম্যাচেই স্ব-মহিমায় ফিরবেন বলে দৃঢ়বিশ্বাস লুকাকুর। লুকাকু বলেন, ‘প্রথম দু’ম্যাচে গোল করেছিলাম। কিন্তু শেষ দু’ম্যাচে গোল করতে পারিনি । এ জন্য আমি চিন্তিত নই। কারণ, শেষ দু’ম্যাচে আমার ভুলেই গোল করতে পারিনি। এমন ভুল না করার চেষ্টা করবো। ফ্রান্সের বিপক্ষে ম্যাচেই গোল পেয়ে যাবো বলে আশা করি। আমার লক্ষ্যই থাকবে, যেকোন উপায়ে গোল করা।’

কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে ৩২ বছর পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে বেলজিয়াম। ওই ম্যাচের চেয়ে জাপানের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের পারফরমেন্সে সুনাম কুড়িয়েছে বেলজিয়াম। জাপানের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়ে শেষ ২৫ মিনিটে তিন গোল আদায় করে সেমিতে উঠে তারা। জাপানের বিপক্ষে নিজেদের খেলার শেষ মুহূর্তটি চোখে ভাসে লুকাকুর। ওই ম্যাচের মতো আক্রমণাত্মক ফুটবলশৈলী উপহার দেয়ার কথা জানালেন বেলজিয়ামের আক্রমণভাগের খেলোয়াড় লুকাকু। তিনি বলেন, ‘আমরা পুরো টুর্নামেন্টেই ভালো ফুটবল খেলেছি।, আক্রমণাত্মক ফুটবলশৈলীকেই আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছি। আমরা ফ্রান্সের বিপক্ষেও আক্রমণাত্মক খেলবো। যাতে তারা আমাদের ওপর চাপ সৃষ্টি করতে না পারে।’

ফ্রান্সের বিপক্ষে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হলেও কাজটা বেশ কঠিন ও চ্যালেঞ্জিং বলে মনে করেন লুকাকু, ‘ফ্রান্স দুর্দান্ত ফর্মে। তাদের গোলরক্ষক থেকে আক্রমণভাগ, সব বিভাগেই তারা সেরা পারফর্ম করেছে। তাদের চেয়ে ভালো খেলতে পারলে জয় আমাদেরই হবে। কিন্তু কাজটা মোটেও সহজ হবে না। আমাদের জন্য সামনে কঠিন ও চ্যালেঞ্জিং সময় অপেক্ষা করছে।’
আগামীকাল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও বেলজিয়াম।

 

এস/৯৭১৮/০৬

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে