এহসানুল ইয়াসিন এর একগুচ্ছ কবিতা
এই যে মেঘ এই যে মেঘ, ঘোর অন্ধকার- কেবলি ডাকে আমি মুগ্ধ হয়ে প্রেমে পড়ি। বস্তুত মেঘও কৈশোরের প্রেমের মতো প্রতিশ্রুতিবদ্ধ! মেঘ দেখলে শরীর জাগে, অন্ধকারও তাই! কেন কেঁপে উঠো- খোঁজ অবলম্বন? জানো তো- জীবন এক মুহূর্তের নিঃশ্বাস ছাড়া আর কিছু নয়। নত হও- ধ্যানমগ্ন প্রার্থনার চেয়েও গভীর আস্থায় হয়তো কিছু হবে কিংবা না। … পড়তে থাকুন এহসানুল ইয়াসিন এর একগুচ্ছ কবিতা
০টি মন্তব্য