আমেরিকার সঙ্গে সংঘাতে জড়াচ্ছে চীন!

ডেস্ক রিপোর্ট

আমেরিকার সঙ্গে সংঘাতে জড়াচ্ছে চীন। আমেরিকা থেকে তেল কেনা বন্ধ করল চিনের একটি বসরকারি সংস্থা। ডংমিং পেট্রোকেমিক্যাল গ্রুপের এক আধিকারিক জানিয়েছেন, আমেরিকা থেকে অপরিশোধিত জ্বালানি তেল কেনা বন্ধ করে দিয়েছেন তারা। শুধু তাই নয়, আগামিদিনে ইরান থেকে তেল কেনার কোথাও জানিয়েছেন ওই আধিকারিক।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেছেন, চীন সরকার মার্কিন তেল আমদানির ওপর বাড়তি শুল্ক আরোপ করেছে। এবং সে কারণে তারা আফ্রিকা ও ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে তেল কিনবেন। তেল কোম্পানির ওই শীর্ষ কর্মকর্তা বলেন, চীন ও আমেরিকার মধ্যেকার বাণিজ্য লড়াইয়ের কারণে তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। চীন সরকারও মধ্যপ্রাচ্য থেকে তেল কেনার ওপর গুরুত্ব দিচ্ছে। বিষয়টি নিয়ে সরকারি পর্যায়ে পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

universel cardiac hospital

জেটিডি এনার্জির কনসালট্যান্ট জন ড্রিসকলকে কোট করে জাপানি পত্রিকাটি আরও জানিয়েছে, তেল সরবরাহের ইস্যুটি চিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে