ফ্রান্স-বেলজিয়াম প্রথমার্ধ গোলশূন্য

ডেস্ক রিপোর্ট

বিশ্বকাপে তৃতীয়বার ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে খেলছে ফ্রান্স। আর প্রথমবার শিরোপা নির্ধারণী ম্যাচ খেলছে বেলজিয়াম। সেন্ট পিটার্সবার্গে প্রথম সেমিফাইনালে মুখোমুখি দুই দল প্রথমার্ধে গোলের দেখা পায়নি। যদিও একাধিক সুযোগ মিস করেছে দুই দলই।

বিশ্বকাপে ষষ্ঠবারের মতো সেমিফাইনাল খেলছে ফ্রান্স। রাশিয়াতে দারুণ পারফরম্যান্স করেই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার তারা। সেমিফাইনালে ওঠার পথে ৫ ম্যাচের চারটি জিতেছে ব্লুরা। নকআউটে দুই সাবেক বিশ্বসেরা আর্জেন্টিনা ও উরুগুয়েকে হারিয়েছে তারা। ফাইনালে পথে তাদের সামনে বেলজিয়াম শেষ বাধা।

রাশিয়া বিশ্বকাপে সাফল্যে ফরাসিদের চেয়ে এগিয়ে বেলজিয়াম। ৫ ম্যাচের সবগুলো জিতে শেষ চারে তারা। জাপান ও ব্রাজিলকে নকআউট পর্বে হারিয়ে তারা প্রথমবার ফাইনালের উঠার জন্য মুখিয়ে আছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে