টাইগারদের নতুন ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন দক্ষিণ আফ্রিকার রায়ান কুক। ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের কোচিংয়ের দায়িত্বে থাকবেন তিনি।
আজ জ্যামাইকায় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিবেন তিনি।
কুক বর্তমানে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে গ্যারি কারেস্টেন একাডেমিতে হেড কোচ ও হাই পারফরম্যান্স দলের ডিরেক্টর হিসেবে কাজ করছেন। তিনি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেন্সের সহকারী কোচ হিসেবেও দায়িত্বে রয়েছেন। এছাড়া ২০১৬ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তিনি দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের কোচের দায়িত্ব পালন করেছেন।
এছাড়া দক্ষিণ আফ্রিকান বয়সভিত্তিক বিভিন্ন দলের সঙ্গেও কোচিংয়ের অভিজ্ঞতাও রয়েছে কুকের।