গাজা উপত্যকায় ইসরাইলের বিমান হামলা

ডেস্ক রিপোর্ট

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা শনিবার গাজা উপত্যকায় হামাসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের পর তারা এ হামলা চালালো। সীমান্ত সংঘর্ষে ফিলিস্তিনি এক কিশোর নিহত ও ইসরাইলি এক সৈন্য আহত হয়।

সীমান্তে বিক্ষোভ চলাকালে উভয়ের মধ্যে সংঘর্ষে হতাহতের পর গাজা উপত্যকা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে রকেট ও মর্টার হামলা চালানোর জবাবে ইসরাইল এ বিমান হামলা চালায়।

universel cardiac hospital

ইসরাইলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে হামাসের অবস্থান লক্ষ্য করে এ বিমান হামলা চালানো হয়। এটি ছিল হামাসের একটি সুড়ঙ্গ পথ।

গাজা উপত্যকায় প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরাইলের বিমান হামলায় কেউ হতাহত হয়নি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে