বিশ্বকাপের ইতিহাসে বেলজিয়ামের সেরা সাফল্য, সোনার বুট পাচ্ছেন হ্যারি কেন

ক্রীড়া ডেস্ক

রাশিয়া বিশ্বকাপে তৃতীয় স্থান পেল বেলজিয়াম শনিবার সেন্ট পিটার্সবার্গে রেড ডেভিলসরা হারাল ইংল্যান্ডকে বিশ্বকাপের ইতিহাসে এটাই বেলজিয়ামের সেরা সাফল্য ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে চতুর্থ হয়েছিল তারা

শুধু তৃতীয় স্থানই নয়, ইংল্যান্ড-বেলজিয়াম ম্যাচে অন্য আকর্ষণও ছিল। হ্যারি কেন বনাম রোমেলু লুকাকু, সোনার বুটের লড়াইয়ে কে কাকে টেক্কা দেন, দেখার অপেক্ষায় ছিল ফুটবল বিশ্ব। কিন্তু, দুজনের কেউই গোল করতে পারেননি। লুকাকুকে তো ৬১ মিনিটে তুলেই নেওয়া হল। ছয় গোল করে ইংল্যান্ড অধিনায়ক  হ্যারি কেনই পাচ্ছেন সোনার বুট। আর লুকাকু থেকে গেলেন চার গোলেই

বেলজিয়াম চার মিনিটেই গোল করে এগিয়ে গিয়েছিল। নাসের শাদলির ক্রস থেকে টোকায় গোল করেন টমাস মিউনিয়ের। প্রথম কুড়ি মিনিটে রেড ডেভিলসরা দাপট দেখায়। ইংল্যান্ড ধীরে ধীরে লড়াইয়ে ফেরে। কিন্তু কাজের কাজ হয়নি। ক্রমশ প্রতিআক্রমণে উঠে আসতে থাকে বেলজিয়াম। তৈরি করতে থাকে গোলের সুযোগ। ৮২ মিনিটে বেলজিয়ামের হয়ে করলেন অধিনায়ক এডেন অ্যাজার। কেভিন দি ব্রুইনের পাস থেকে দুরন্ত শটে গোল করেন তিনি

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে