৪-২ এ ব্যবধান বাড়ালো ফ্রান্স

বিশ্বকাপের ফাইনালটা হচ্ছে ফাইনালের মতো। প্রতি মুহূর্তে নতুন রঙ পাচ্ছে মাঠের খেলা। গোল পাল্টা গোলে রাশিয়া বিশ্বকাপের ফাইনাল উত্তেজনা ছড়ায় শুরু থেকেই। হঠাৎ করেই যেন বদলে যায় দৃশ্যপট। ক্রোয়েশিয়ার ভালো খেলার বিপরীতে গোল পাচ্ছে ফ্রান্স। ৪-২ এ এগিয়ে নিজেদের ঘরে তুলতে যাচ্ছে শিরোপা।

ফ্রি কিক বিপদমুক্ত করতে গিয়ে মারিও মানজুকিচের হেডে বল চলে গেল নিজেদের জালে। ১-০ গোলে এগিয়ে গেলো ফ্রান্স। ১৮ মিনিটের আত্মঘাতী গোল তাদের উদযাপনের সুযোগ করে দেয়। ২৮ মিনিটে গোল শোধ করে সমতা ফেরায় ক্রোয়েশিয়া।

universel cardiac hospital

ফ্রান্স-ক্রোয়েশিয়া, কেউ কাউকে ছাড় দেওয়ার মতো নয়। ভাগ্য দেবতা বুঝি আজ ফ্রান্সের হয়ে মাঠে নেমেছেন। উত্তেজনাকর ফাইনালে শুরুতে ফ্রান্স এগিয়ে গেলে পরবর্তীতে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। কিন্তু ৩৮ মিনিটে গ্রিজম্যানের করা পেনাল্টি গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স।

দ্বিতীয়ার্ধে এসেও ফ্রান্সের গোল অভিমুখে একের পর এক আক্রমণ অব্যাহত রাখে ক্রোয়েশিয়া; কিন্তু ধারার বিপরীতে গোল দিয়ে বসে আবারও ফ্রান্স। ৫৯ মিনিটে অসাধারণ এক শটে গোল করেন পল পগবা। ৬ মিনিট পর, খেলার ৬৫ মিনিটে কাইলিয়ান এমবাপে দারুণ এক শটে গোল করলে ৪-১ গোলে এগিয়ে যায় ফরাসিরা। নিশ্চিত ডিফেন্ডারদের ব্যর্থতায় ভুগতে হলো ক্রোয়েশিয়াকে। ৬৯ মিনিটে মারিওর গোলে আবার ব্যবধান কমায়ে ৪-২ করে ক্রোয়েশিয়া।

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে