তৃতীয় লিঙ্গের মানুষদের আইনি সহায়তার আশ্বাস

তৃতীয় লিঙ্গের মানুষদের অধিকার সুরক্ষা ও সব ধরনের আইনি সহায়তার আশ্বাস জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা’র

রাজধানীতে আয়োজিত মতবিনিময় সভায় এই আশ্বাস দেন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা’র পরিচালক মো: জাফরোল হাছান। বন্ধু সোশ্যাল ওয়েলয়ার সোসাইটি আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাফরোল হাছান বলেন, রাষ্ট্র সাংবিধানিক ভাবে প্রত্যেক মানুষের অধিকার নিশ্চিত করেছে। এই অধিকার প্রতিষ্ঠায় আইনগত সহায়তা প্রদান সংস্থা সব ধরনের সহায়তা করবে। বলেন, একজন নাগরিক হিসেবে প্রত্যেকের দায়িত্ব নিজের অধিকার সম্পর্কে জানা-সে হিজড়া হোক, নারী বা পুরুষ। কোথাও অধিকার খর্ব হলে সংশিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে আইনগত সহায়তা প্রদান সংস্থাকে জানাতে তৃতীয় লিঙ্গ বা হিজড়া জনগোষ্ঠীর প্রতি আহ্বান জানান তিনি। মতবিনিময় সভায় উপস্থিত তৃতীয় লিঙ্গ বা হিজড়া কমিউনিটি নেতৃবৃন্দের কাছ থেকে তাদের বর্তমান অবস্থার খোঁজ-খবর নেন জাফরোল হাছান। পরে বলেন, মানবাধিকার কমিশনের সঙ্গে বসে বৈষম্য নিরোধ আইন দ্রুত কার্যকরসহ তৃতীয় লিঙ্গ বা হিজড়াদের অন্যান্য সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

universel cardiac hospital

অনুষ্ঠানে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা কর্মকর্তাদের পাশাপাশি, ইউএনডিপির চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার হিউম্যানরাইট শর্মিলা রাসুল, মানবাধিকার কমিশনের উপ-পরিচালক রবিউল ইসলাম এবং বন্ধু’র নির্বাহী পরিচালক সালেহ আহমেদ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে