জেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআরবি-২য়) এর উন্নয়ন বরাদ্দের আওতায় বিভিন্ন মসজিদ, মন্দির, ঈদগাহ, খেলার মাঠসহ ৮২টি প্রকল্পের চেক বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চেক বিতরণ করেন হবিগঞ্জ-২ (সদর-লাখাই) আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির।
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহান জানান, বিভিন্ন মসজিদ, মন্দির, ঈদগাহ, খেলার মাঠসহ ৮২টি প্রকল্পে ৩৯ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা খাতুনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, আব্দুল মুকিত, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম প্রমুখ। এ সময় সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
হবিগঞ্জে ৮২টি উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ
ডেস্ক রিপোর্ট