দলের কর্তা জেলে৷ নির্বাচনের আগে নতুন করে জটে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ৷ দলের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগ উঠেছে৷ দলের প্রেসিডেন্ট শেহেবাজ শরিফ, শাহিদ খান আব্বাসির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে৷
পাঞ্জাব প্রদেশে সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগ উঠেছে শেহেবাজ ও শাহিদের বিরুদ্ধে৷ অভিযোগ নওয়াজ শরিফ পাকিস্তানে পা দেওয়ার পর আইন না মেনে সমাবেশ করে পিএমএল-এন নের্তৃত্ব৷ লাহোরের দাওয়াম বিমানবন্দরে নওয়াজকে ঘিরে বেআইনি সমাবেশের চেষ্টা হয়৷ যাতে অভিযুক্ত নওয়াজের ছেলে হামজা সহ মোট ৫০ জন৷ অবশ্য নওয়াজের ২ ছেলে শরিফ ও হামজার বিরুদ্ধে অভিযোগ গুরুতর৷ তাঁদের বিরুদ্ধে ন্যাব কর্মকর্তাদের লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ উঠেছে৷ লাহোর পুলিশ স্টেশনে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে৷
এছাড়াও,পিএমএল-এন নের্তৃত্বের বিরুদ্ধে ভাঙচুর,১৪৪ ধারা লঙ্ঘন, সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ উঠেছে৷ পাকিস্তান নির্বাচন কমিশনের পক্ষ থেকেও নওয়াজের দলের বিরুদ্ধে ২ থেকে ৩টি মামলা দায়ের হয়েছে৷ লাহোর পুলিশ সূত্রে খবর, পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের বিরুদ্ধে মোট ১২টি মামলা দায়ের হয়েছে৷ এর মধ্যে রয়েছে দেশদ্রোহীতা ও সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগ৷ ১৩ জুলাই নওয়াজ শরিফ পাকিস্তানে আসার পর, পাক মুসলিম লীগ নওয়াজের যে সকল নেতা বিমানবন্দরে যায় তাঁদের প্রত্যেক ইতিমধ্যেই আটক করা হয়ছে৷
সব মিলিয়ে, নওয়াজ ও তাঁর দল পাকিস্তানে কোণঠাসা৷ দলীয় প্রচারেও বাঁধা দিচ্ছে পাক প্রশাসন বলে অভিযোগ৷ এদিকে সোমবারই ন্যাবের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ইসলামাবাদ হাই কোর্টে আপিল করেছেন নওয়াজ শরিফ ও তাঁর কন্যা মরিয়ম৷ ২৫ জুলাই পাকিস্তানে ভোটের আগে এই আপিল গ্রহণও করা হয়েছে৷