শ্রীলংকার সাবেক ক্রিকেটার নাভিদ নেওয়াজকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।
২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে নেওয়াজকে নিয়োগ দিয়েছে বিসিবি।
শ্রীলংকায় প্রথম শ্রেনির ক্রিকেটে বেশ পরিচিত খেলোয়াড় নেওয়াজ। ১৩১টি প্রথম শ্রেনির ম্যাচ খেলেছেন তিনি। তবে খেলোয়াড় হিসেবে জাতীয় দলের হয়ে ভালো কিছু করতে পারেননি তিনি। তাই আন্তর্জাতিক অঙ্গনে অভিজ্ঞতাও কম। শ্রীলংকার হয়ে মাত্র ১টি টেস্ট ও ৩টি ওয়ানডে খেলেছেন নেওয়াজ। বাংলাদেশের বিপক্ষে এক মাত্র টেস্টে ৯৯ রান করেন নেওয়াজ।
২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর কোচিং ক্যারিয়ার শুরু করেন নেওয়াজ। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ ছিলেন তিনি। এরপর ২০১৪ থেকে ২০১৫ পর্যন্ত শ্রীলংকার ইর্মাজিং স্কোয়াডের ব্যাটিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন ৪৪ বছর বয়সী নেওয়াজ।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ নেওয়াজ
ক্রীড়া ডেস্ক