আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল চৌধুরী এমপি সভাপতিত্বে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের বাংলাদেশের সাবেক ব্যুরো প্রধান ও ডেইলি অবজারভারের নির্বাহী সম্পাদক আনিস আহেমদ (অপু) এর স্মরণসভা অনুষ্ঠিত হয়। উল্লেখ এ সভার আয়োজন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ব্যাচ ৭১। আনিস আহমেদ এ ব্যাচের ছাত্র ছিলেন।
স্মরণ সভায় বক্তারা বলেন- আনিস আহমেদ ছিলেন একজন প্রতিথযশা সাংবাদিক এবং নিবেদিত প্রাণ সমাজ সেবক। তার মৃত্যুতে দেশ একজন দক্ষ সাংবাদিক ও সমাজসেবক হারাল। দেশের জন্য তার অবদান জাতি চিরকাল শ্রদ্ধভরে স্মরণ করবে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার শাহবাজপুর গ্রামের আবু তাহের মাস্টারের প্রথম ছেলে ছিলেন আনিস আহেমদ। শ্যামগ্রাম মোহিনী কিশোর উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান থেকে পড়াশুনা শেষে সাংবাদিকতা শুরু করেন তিনি।
মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।