খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বাধাগ্রস্ত করার সকল ষড়যন্ত্র মোকাবেলা করে যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ বিকালে কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি-জামাতের ষড়যন্ত্র এদেশে সফল হবে না। আগামী নির্বাচনে বিএনপি যদি অংশগ্রহণ না করে তবে তাদের অস্তিত্ব বিপন্ন হবে। আগামী নির্বাচনে জনগণই ব্যালটের মাধ্যমে তাদের মাইনাস করবে।
এডভোকেট কামরুল বলেন, বর্তমান সরকারের অধীনেই সাংবিধানিক নিয়ম অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার সর্বোতভাবে নির্বাচন কমিশনকে সহায়তা করবে।
মন্ত্রী বলেন, ‘নির্বাচনে আসার জন্য আমরা কাউকে তোষামোদ করবো না। নির্বাচনে কে আসলো বা না আসলো সেটা বড় কথা না, জনগন নির্বাচনে অংশগ্রহণ করলো কিনা সেটাই বড় বিষয়।’
তিনি বলেন, আবার আন্দোলনের নামে আগুন সন্ত্রাস করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জনগণই দাঁত ভাঙ্গা জবাব দেবে।
তিনি বিএনপির উদ্দেশে বলেন, আর শক্তি ক্ষয় না করে আগামী নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি গ্রহণ করুন। আওয়ামী লীগ সবার অংশগ্রহণমূলক অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়।
শাক্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তৃতা করেন ইউসুফ আলী চৌধুরী সেলিম, শফিউল আজম খান বারকু ও শাহজাহান ভুঁইয়া।
সব ষড়যন্ত্র মোকাবেলা করে যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে : এডভোকেট কামরুল
ডেস্ক রিপোর্ট