তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জাতির বহুমাত্রিক বিকাশে মাদক ও অনৈতিকতামুক্ত সাহসী জাতি গড়ার পথে ক্রীড়া চর্চাকে জোরদার রাখতে হবে।
তিনি বলেন, ‘শেখ কামাল একই সাথে যেমন দেশপ্রেমিক যোদ্ধা ছিলেন, তেমনি ছিলেন ক্রীড়ামোদী এক অনন্য সংগঠক।’
আজ শুক্রবার সকালে রাজধানীর শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শেখ কামাল আন্তর্জাতিক মার্শাল আর্ট প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত প্রথম দক্ষিণ এশিয়ান ভভিনাম চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘এই আয়োজনের মধ্য দিয়ে আমরা তাঁকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি ও ক্রীড়াক্ষেত্রে অর্জন অব্যাহত রাখার নতুন শপথে উজ্জীবিত হচ্ছি।’
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ব ভভিনাম ফেডারেশনের সহ-সভাপতি বিষ্ণু সাঁই, বাংলাদেশ ভভিনাম ফেডারেশনের সভাপতি দিলদার হোসেন দিলু এবং মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান মনি।
দুই দিনব্যাপী প্রতিযোগিতায় ভারত, নেপাল ও বাংলাদেশের মোট ৯০ জন খেলোয়ার অংশ নিচ্ছে।
জাতির বহুমাত্রিক বিকাশে ক্রীড়া চর্চা জোরদার রাখুন : তথ্যমন্ত্রী
ডেস্ক রিপোর্ট