ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে সহজ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। গতরাতে কিংস্টনে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ৪ উইকেট হারিয়েছে ইউডব্লুআই ভাইস চ্যান্সেলর একাদশকে।
প্রস্তুতি ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ব্যাটিং-এ নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রানের সংগ্রহ পায় ইউডব্লুআই ভাইস চ্যান্সেলর একাদশ। জবাবে লিটন কুমার দাস ও মুশফিকুর রহিমের জোড়া হাফ-সেঞ্চুরিতে ৪৩ দশমিক ৩ ওভারেই জয়ের স্বাদ পেয়ে যায় বাংলাদেশ।
নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, সহ-অধিনায়ক সাকিব আল হাসান ও ওপেনার তামিম ইকবালকে ছাড়া প্রস্তুতি ম্যাচ খেলতে নামা বাংলাদেশের নেতৃত্ব দেন মাহমুদুল্লাহ। বল হাতে সেরা নৈপুন্যই প্রদর্শন করেছে বাংলাদেশের বোলাররা। এক পর্যায়ে ৮৯ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ফেলে ইউডব্লুআই ভাইস চ্যান্সেলরস একাদশ।
তবে সপ্তম উইকেটে ওটলি-হজের ৯১ রানের জুটিতে লড়াকু স্কোর পায় ইউডব্লুআই ভাইস চ্যান্সেলর একাদশ। ইউডব্লুআই ভাই চ্যান্সেলরস একাদশের পক্ষে ওটলে ৫৮, হজ ৪৪ ও জাঙ্গু ৩৬ রান করেন। বাংলাদেশের পক্ষে সফল বোলার ছিলেন অফ-স্পিনার মোসাদ্দেক হোসেন। ১৪ রান খরচ করে ৪ উইকেট নেন তিনি।
জবাবে মুশফিকুর রহিম ও লিটন দাসের জোড়া হাফ-সেঞ্চুরিতে ৩৯ বল বাকী রেখেই জয়ে স্বাদ নেয় বাংলাদেশ। লিটনের সাথে ইনিংস শুরু করে আরেক ওপেনার এনামুল হক বিজয় শুন্য রানে সাজঘরে ফিরেন। দ্বিতীয় উইকেটে লিটন-নাজমুল হোসেন শান্ত ৯৩ রান যোগ করেন। যার মধ্যে শান্তর ৪৩ ।
এরপর দ্রুত দুই উইকেট হারায় বাংলাদেশ। এ ম্যাচের অধিনায়ক মাহমুদুল্লাহ ১০ ও সাব্বির রহমান ৪ রান করে থামেন।
তবে পরের দিকে দলের জয় নিশ্চিত করেন লিটন ও মুশফিকুর। লিটন ৭০ রানে ফিরলেও, ৭৫ রানে অপরাজিত থাকেন মুশফিকুর।
আগামী ২২ জুলাই থেকে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
বাংলাদেশ ৪ উইকেটে জিতলো প্রস্তুতি ম্যাচে
ক্রীড়া ডেস্ক