ইমরানকে হুঁশিয়ারি পাকিস্তান নির্বাচন কমিশনের

আন্তর্জাতিক ডেস্ক

সেনার হস্তক্ষেপেই হতে চলেছে সাধারণ নির্বাচন এবং অন্যতম বিরোধী নেতা ইমরান খানকে সাহায্য করছে সেনা, এমনই বিস্ফোরক মন্তব্য করে ফের বিতর্ক শুরু করলেন পাক সংবাদপত্র ‘ডন’-এর সিইও৷ এই সংবাদপত্র পাকিস্তানের জাতীয় পত্রিকার মর্যাদা পায়৷ ফলে পত্রিকার কার্যনির্বাহী কর্মকর্তা হামিদ হারুনের মন্তব্যে রাজনৈতিক মহল প্রবল আলোড়িত৷ উল্লেখ্য পাকিস্তানে ২৫ শে জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

আপত্তিজনক শব্দ ব্যবহারে তহরিক-এ-ইনসাফ প্রধান ইমরান খানকে সতর্ক করল পাকিস্তান নির্বাচন  কমিশন৷ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সমর্থকদের গাধা বলার পর এই হুঁশিয়ারি দেয় পাকিস্তান নির্বাচন কমিশন।

নওয়াজ এবং মরিয়মের পাকিস্তানে ফেরার একদিন আগে ১২ জুলাই ইমরান বলেছিলেন, বিমানবন্দরে নওয়াজ শরিফকে স্বাগত জানাতে যারা যারা যাবে তারা নিশ্চিতরূপে গাধা৷

ডন নিউজের খবর অনুযায়ী, পাকিস্তান নির্বাচন কমিশন ইমরান খানকে রাজনৈতিক মহলে বিরোধী পক্ষের উদ্দেশ্যে আপত্তিজনক শব্দ প্রয়োগ থেকে বিরত থাকার কথা জানিয়েছে৷ পাশাপাশি কমিশনে হাজির থাকার কথা বললেও ইমরান উপস্থিত হননি সেখানে৷ তাঁর আইজীবী যদিও উপস্থিত ছিলেন৷

এদিকে, সেনার হস্তক্ষেপেই হতে চলেছে সাধারণ নির্বাচন এবং অন্যতম বিরোধী নেতা ইমরান খানকে সাহায্য করছে সেনা, এমনই বিস্ফোরক মন্তব্য করে ফের বিতর্ক শুরু করলেন পাক সংবাদপত্র ‘ডন’-এর সিইও৷ এই সংবাদপত্র পাকিস্তানের জাতীয় পত্রিকার মর্যাদা পায়৷ ফলে পত্রিকার কার্যনির্বাহী কর্মকর্তা হামিদ হারুনের মন্তব্যে রাজনৈতিক মহল প্রবল আলোড়িত৷ পাকিস্তানে ২৫ শে জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিবিসির বিখ্যাত ‘হার্ড টক’ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় হারুন হামিদকে৷ সেখানে তিনি বলেন, সেনাবাহিনী সাবেক ক্রিকেটার ইমরান খান এবং তার দল পাকিস্তান তেহরিক ই ইনসাফকে সাহায্য করছে। আগেই অভিযোগ উঠেছে, সাধারণ নির্বাচনের আগে ডন সহ কয়েকটি পত্রিকা সেনার হুমকি পেয়েছে৷ অভিযোগ, ডন সংবাদপত্র ২০১৬ সালের শেষের দিক থেকে আক্রমণের শিকার৷

যদিও পাল্টা অভিযোগে ডনের সিইও বিদ্ধ হতে শুরু করেছেন৷ বলা হয়েছে, সেনার বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপ সম্পর্কে তথ্যপ্রমাণ দিতে পারেননি হারুন হামিদ৷ তবে এই বিতর্কে তিনি পাশে পেয়েছেন দেশের আরও কয়েকজন সাংবাদিককে৷ বিতর্ক উসকে দিয়ে ইমরান খানের পাল্টা অভিযোগ, তার দলের বিরুদ্ধে ডন পত্রিকার বিরুদ্ধচারণ করেছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে