যত কাণ্ড ধোনিকে নিয়ে! সত্যজিৎ রায়ের ফেলুদা উপন্যাসের লাল মোহন গঙ্গোপাধ্যায় ওরফে জটায়ু থাকলে বর্তমান পরিস্থিতি দেখে ঠিক এটাই হয়ত বলতেন৷ ইংল্যান্ডের মাটিতে ভারতের ওয়ান ডে সিরিজ হারের পর ধোনিকে নিয়ে একের পর এক নাটক অব্যাহত৷
ক্রিকেটার হিসেবে ধোনি বরাবরই রহস্যময়৷ নিজের সিদ্ধান্ত সম্পর্কে কাউকে কিছু আন্দাজ করতে দেন না৷ ঠিক যেমনটা করেছিলেন টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময়৷ সেবার আবার তিনিই কিনা ভারতীয় দলের অধিনায়ক৷ নেতার এমন মহাপ্রস্থান অতীতে দেখেনি ভারতীয় ক্রিকেট অনুরাগীরা৷
প্রথমে এমনই এক মহাপ্রস্থানের ইঙ্গিত নিয়ে জল্পনা শুরু৷ তারপর এবার জুড়ে গেল বোর্ডের ওয়েবসাইটে ধোনির বায়োডাটা বিতর্ক৷ ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে হারের পর আম্পায়ারের থেকে ম্যাচ বলটি সংগ্রহ করে নেন মাহি৷ এতেই ক্রিকেটমহলে জল্পনা, ধোনি নাকি সীমিত ওভারের ক্রিকেট থেকেও এবার অবসর নিচ্ছেন৷ মাহি ভক্তরা অবশ্য আশ্বস্ত হতে পারেন এটা জেনে যে মাহি’র মাথায় এমন কোনও ভাবনা ঘুরপাক খাচ্ছে না৷ এবার আসা যাক দ্বিতীয় প্রসঙ্গে৷ বোর্ডের ওয়েটসাইটে ধোনির প্রোফাইলে মারাত্মক ভুল৷
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়াও একটি ছবিকে কেন্দ্র করে বিতর্ক৷ বোর্ডের ওয়েবসাইটে ধোনির প্রোফাইলের নিচে লেখা রয়েছে ক্যাপ্টেন, ইন্ডিয়া৷ অর্থাৎ এখনও ভারতের অধিনায়ক ধোনি৷ অন্যদিকে বিরাটের প্রোফাইলে আবার ব্যাটসম্যান লিখে বন্ধনীর মধ্যে অধিনায়ক লেখা রয়েছে৷ এই ছবি ইন্টারনেটে ভাইরাল হতেই মাহি ভক্তরা মজা করে টুইট করে লিখেছেন ধোনি কি এবার অধিনায়ক হিসেবে ফিরছেন!
পরে যদিও বোর্ডের ওয়েবাসাইটে ধোনির প্রোফাইলটি আপডেট করায় অধিনায়ক লেখাটি আর দেখাচ্ছে না৷ ২০১৪ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ২০১৭ সালের গোড়ার দিকে সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কত্ব ছেড়ে দেন মাহি৷ নেতৃত্ব ছাড়ার পরও বোর্ডের ওয়েবসাইটে কেন কোনও আপডেট হল না, সেই নিয়েই উঠছে প্রশ্ন।