আজ ২৩ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ-নেপাল ফেন্ডশিপ কালচারাল ফ্যাস্টিভাল। এতে দুই দেশের বিভিন্ন ক্ষেত্রের শিল্পী, সংস্কৃতি ব্যক্তিত্বরা যোগ দিচ্ছেন।
ঢাকাস্থ ‘আবহমান সাংস্কৃতিক পরিষদ’ এই উৎসবের আয়োজন করছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে কাল সন্ধ্যা ৫ টায় এই উৎসবের কার্যক্রম শুরু হবে।
আবহমান সাংস্কৃতিক পরিষদের সভাপতি ইমদাদুল হক তৈয়ব আজ এই তথ্য জানান। তিনি জানান, উৎসবে থাকছে দুই দেশের শিল্পীদের অংশগ্রহেণ গান, নৃত্য, নাটক, আলোচনা ও মতবিনিময়। নেপাল থেকে এই উৎসবে যোগ দিচ্ছেন প্রায় ১২জন শিল্পী। নেপালের শিল্পীদের দলটির নেতৃত্ব দিচ্ছেন ‘নেপাল সাংস্কৃতিক সংস্থা’র জেনারেল ম্যানেজার রাজেশ থাপা।
উৎসবের উদ্দেশ্য সম্পর্কে ইমদাদুল হক তৈয়ব বলেন, দুই দেশের শিল্পীদের মধ্যেকার পারস্পরিক যোগসূত্র বাড়ানোর জন্যই এই উৎসবের আয়োজন করা হয়েছে। নেপালের সংস্কৃতির সঙ্গে আমাদের অনেকক্ষেত্রে মিল রয়েছে। সংস্কৃতি নিয়ে আমারা উভয় দেশের শিল্পীরা কাজ করছি। এ ব্যাপারে মতবিনিময় ও ভবিষ্যত করণীয় বিষয়ে উৎসেব আলোচনা হবে।
আজ ঢাকায় বাংলাদেশ-নেপাল সাংস্কৃতিক উৎসব
ডেস্ক রিপোর্ট