বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরটা দুঃস্বপ্নের মতো যাচ্ছে। হারের বৃত্ত থেকে বের হতেই পারছিল না। ওয়ানডে সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে সফরের একমাত্র জয়। আর এই ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজে আজ শুরু হচ্ছে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। সিরিজের প্রথম ওয়ানডেতে আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামবে টাইগাররা। গায়ানায় বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি।
জেসন হোল্ডারের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের দলে রয়েছে ক্রিস গেইল, এভিন লুইস, আন্দ্রে রাসেল, হেটমায়ার, শেই হোপ, আলজারি জোসেফ, কেমু পল, রোভম্যান পাওয়েলের মতো প্রতিশ্রুতিশীল ক্রিকেটাররা।
আজকের ম্যাচে বাংলাদেশ দলের টপঅর্ডারে ভালো শুরু পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ হবে। যার বড় দায়িত্বটা তামিমের কাঁধেই থাকবে। মিডল অর্ডারে মুশফিক, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক, সাব্বিরদেরও জ্বলে উঠতে হবে লড়াইয়ের পুঁজি গড়তে হলে। অভিজ্ঞ মাশরাফির সঙ্গে মুস্তাফিজ-রুবেল মিলে পেস আক্রমণটা ভরসা করার মতো। ওয়ানডেতে এই তিন পেসারের কাছে বড় প্রত্যাশা থাকবে দলের। সাকিবের সঙ্গে বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর খেলাটা নির্ভর করবে কম্বিনেশনের উপর।
উল্লেখ্য টেস্টে প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে ওয়ানডে বাংলাদেশের সবচেয়ে স্বাচ্ছন্দ্যের ফরম্যাট। যেখানে সাফল্যও অনেক বেশি। তাই ওয়ানডেতে ভালো কিছুর আশা করছে সফরকারীরা।
ওয়ানডে র্যাংকিংয়ের সাতে রয়েছে বাংলাদেশ। যেখানে ওয়েস্ট ইন্ডিজের অবস্থান নয়ে।