কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচন স্থগিত চেয়ে দায়ের করা রিট পিটিশন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
ফলে আগামীকাল ওই আসনের নির্বাচন হতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
আজ মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেয়।
আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অপরপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
গত ১৮ জুলাই কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্ট রিট দায়ের করেন কুড়িগ্রাম-৪ আসনের এক বাসিন্দা। ওই বাসিন্দার পক্ষে আইনজীবী শেখ মো. জাহাঙ্গীর আলম এ রিট আবেদনটি দায়ের করেন।
আইনজীবী জাহাঙ্গীর আলম জানান, রিট আবেদনকারী এস এম মোস্তাফিজুর রহমান রমনা ইউনিয়নের বাসিন্দা। ৩০ এপ্রিলের গেজেট মতে তিনি কুড়িগ্রাম-৪ এর বাসিন্দা হলেও এ নির্বাচনে তাকে ভোট দিতে বলা হয়েছে কুড়িগ্রাম-৩ এ। তাই তিনি এর বৈধতা চ্যালেঞ্জ করেছেন। এ অবস্থায় নির্বাচনও স্থগিত চাওয়া হয়। আজ রিটটি সরাসরি খারিজ করে দিয়েছে আদালত।
এ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এমএ মতিন এবং জাপার প্রার্থী ডা. আক্কাছ আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ১১ মে জাতীয় পার্টির সংসদ সদস্য এ কে এম মাইদুল ইসলামের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়।
কুড়িগ্রাম-৩ আসনের উপনির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
ডেস্ক রিপোর্ট