জেলা-উপজেলা পর্যায়ে স্বাধীনতা স্মৃতিস্তম্ভ নির্মাণের লক্ষ্যে ভূমি বরাদ্দ ও অধিগ্রহণ কাজ দ্রুত ত্বরান্বিত করার জন্য জেলা প্রশাসকদের প্রতি আহবান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম.মোজাম্মেল হক।
আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে যোগ দিয়ে তিনি এই আহবান জানান।
মন্ত্রী মুক্তিযোদ্ধাদের ভাতার অর্থ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সুষ্ঠুভাবে প্রদান করার গুরুত্ব উল্লেখ করে মুক্তিযুদ্ধে শহীদ পরিবার ও তাদের উত্তর সূরীদের অধিকারেও বিশেষ প্রাধান্য দিতে এবং মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে আরো বেশি সক্রীয় হতে জেলা প্রশাসকদের প্রতি আহবান জানান।
আজ সকালে ঢাকায় তিনদিন ব্যাপী জেলা প্রশাসকদের সম্মেলন শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলন উদ্বোধন করেন।
স্বাধীনতা স্মৃতিস্তম্ভ নির্মাণে ভূমি বরাদ্দ ও অধিগ্রহণ ত্বরান্বিত করতে হবে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
ডেস্ক রিপোর্ট