২০১৮ এশিয়া কাপ ক্রিকেটের সময়সূচী ঘোষনা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
চলতি বছর এশিয়া কাপ ভারতে অনুষ্ঠিত হবার কথা থাকলেও নয়া দিল্লী ও ইসলামাবাদের মধ্যকার চলমান শীতল সম্পর্কের কারনে সংযুক্ত আরব আমিরাতকেই ভেন্যু হিসেবে বেছে নিয়েছে আইসিসি। ২০০৮ সালে মুম্বাই আক্রমনের পর থেকে ভারত পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অস্বীকৃতি জানায়। কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে দুই দল ঠিকই একে অপরের মুখোমুখি হচ্ছে। গত বছরও ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে এই দুই দেশ মোকাবেলা করেছিল।
আগামী ১৫ সেপ্টেম্বর শ্রীলংকা বনাম বাংলাদেশের মধ্যকার ম্যাচ দিয়ে এশিয়া কাপের পর্দা উঠবে।
ছয়টি দল এই প্রথমবারের মত দুটি গ্রুপে বিভক্ত হয়ে এশিয়া কাপে অংশ নিচ্ছে। গ্রুপ-এ’তে আছে ভারত, পাকিস্তান ও বাছাইপর্ব থেকে উঠে আসা দল এবং গ্রুপ-বি’তে আছে শ্রীলংকা, বাংলাদেশ ও আফগানিস্তান। প্রতি গ্রুপের শীর্ষ দুুটি দল নিয়ে সুপার ফোর অনুষ্ঠিত হবে। সুপার ফোরের শীর্ষ দুটি দল ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে ফাইনালে মুখোমুখি হবে।
আগামী ২৯ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। বাছাইপর্বে অংশ নেয়া ৬টি দল হলো সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া, নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।
২০১৬ সালে টি২০ ফর্মেটে টুর্ণামেন্টটি অনুষ্ঠিত হলেও এবার আবারো প্রথাগত ৫০ ওভারের ফর্মেট ফিরে এসেছে। সর্বশেষ দুই বছর আগে এশিয়া কাপে শিরোপা জিতেছিল ভারত।
এশিয়া কাপের সূচি :
১৫ সেপ্টেম্বর : বাংলাদেশ বনাম শ্রীলংকা (দুবাই)
১৬ সেপ্টেম্বর : পাকিস্তান বনাম বাছাইপর্বের দল (দুবাই)
১৭ সেপ্টেম্বর : শ্রীলংকা বনাম আফগানিস্তান (আবু ধাবী)
১৮ সেপ্টেম্বর : ভারত বনাম বাছাইপর্বের দল (দুবাই)
১৯ সেপ্টেম্বর : ভারত বনাম পাকিস্তান (দুবাই)
২০ সেপ্টেম্বর : বাংলাদেশ বনাম আফগানিস্তান (আবু ধাবী)
সুপার ফোর :
২১ সেপ্টেম্বর : গ্রুপ-এ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ-বি রানার্স-আপ (দুবাই)
২১ সেপ্টেম্বর : গ্রুপ-বি চ্যাম্পিয়ন বনাম গ্রুপ-এ রানার্স-আপ (আবু ধাবী)
২৩ সেপ্টেম্বর : গ্রুপ-এ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ-এ রানার্স-আপ (দুবাই)
২৩ সেপ্টেম্বর : গ্রুপ-বি চ্যাম্পিয়ন বনাম গ্রুপ-বি রানার্স-আপ (আবু ধাবী)
২৫ সেপ্টেম্বর : গ্রুপ-এ চ্যাম্পিয়ন বমান গ্রুপ-বি চ্যাম্পিয়ন (দুবাই)
২৬ সেপ্টেম্বর : গ্রুপ-এ রানার্স-আপ বনাম গ্রুপ গ্রুপ-বি রানার্স-আপ (আবু ধাবী)
২৮ সেপ্টেম্বর : ফাইনাল (দুবাই)