তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ রাতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়বে সফরকারী বাংলাদেশ। এ ম্যাচের আগে বাংলাদেশের দলের সাথে যোগ দিয়েছেন টাইগার দলের ব্যাটিং পরামর্শক দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান নিল ম্যাকেঞ্জি।
গত শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, ২৪ জুলাই ব্যাটিং পরামর্শক হিসেবে বাংলাদেশ দলের সাথে যোগ দিবেন ম্যাকেঞ্জি। সেই মোতাবেক আজ বাংলাদেশ দলের সাথে যোগ দিয়েছেন ম্যাকেঞ্জি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে ম্যাকেঞ্জির যোগদান দলের ব্যাটসম্যানদের জন্য একটি বাড়তি অনুপ্রেরণা।
দেশের হয়ে ৫৮টি টেস্ট, ৬৪টি ওয়ানডে ও দু’টি টি-২০ খেলেছেন ম্যাকেঞ্জি। ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর দু’দফায় দক্ষিণ আফ্রিকার ব্যাটিং পরামর্শক ছিলেন ম্যাকেঞ্জি।
দুই ম্যাচের টেস্ট ২-০ ব্যবধানে হারলেও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে দুরন্ত জয় দিয়েই ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। ওপেনার তামিম ইকবালের অপরাজিত ১৩০, সাকিব আল হাসানের ৯৭ ও বল হাতে মাশরাফির ৪ উইকেট শিকারে ৪৮ রানে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে টাইগাররা।
দলের সাথে যোগ দিলেন ম্যাকেঞ্জি
ক্রীড়া ডেস্ক