সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) এর আত্মঘাতি বোমা হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। একটি পর্যবেক্ষক দল আজ (২৫ জুলাই) এই খবর জানায়।
খবর এএফপি’র।
সিরিয়ান অবজারভিটি ফর হিউম্যান রাইটস বলছে, ‘কেবলমাত্র সউদিয়া শহরে তিনজন বোমা হামলা চালায়। এছাড়া উত্তর ও পূর্বাঞ্চলের গ্রামে আরো হামলা চালানো হয়।’ সংস্থাটির মতে এইসব হামলায় আরো ৩০ জনের মতো লোক আহত হয়েছে।
গত বছর সিরিয়ার সরকারী বাহিনী দেশটির পূর্বাঞ্চল থেকে আইএসকে হটাতে সক্ষম হয়। তবে সম্প্রতি আইএস বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছে।
এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার সউদিয়া প্রদেশের নিয়ন্ত্রণ তাদের বলে দাবি করে আসছে। খবর বাসস।