সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) এর আত্মঘাতী বোমা হামলা ও গুলিতে ২৫০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে অর্ধেকেরও বেশি সাধারণ নাগরিক। বৃহস্পতিবার একটি পর্যবেক্ষক গ্রুপ এ কথা জানায়। খবর এএফপি’র।
বুধবার অনেকাংশে সরকারের নিয়ন্ত্রণে থাকা সোয়েদা প্রদেশে আইএস হামলা চালায়। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক দল সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, হামলায় দিন থেকে রাত পর্যন্ত ধীরে ধীরে নিহতের সংখ্যা বাড়তে থাকে।
পর্যবেক্ষক সংস্থার প্রধান রামি আবদেল রহমান জানান, আইএস এর হামলায় নিহত ২৪৬ জনের মধ্যে ১৩৫ জন সাধারণ নাগরিক।
সোয়েদা শহরে তিনটি আত্মঘাতী বোমা বিস্ফোরণের মধ্য দিয়ে হামলা শুরু হয়, এর পর উত্তর ও পূর্ব দিকের গ্রামগুলোতে বিস্ফোরণ ও গুলি চালিয়ে হামলা করা হয়। পরবর্তীতে প্রদেশের রাজধানীতে চতুর্থ বোমা হামলাটি চালানো হয়।
পর্যবেক্ষকরা জানায়, আইএস দাবি করেছে হামলায় তাদের ৪৫ জন যোদ্ধা নিহত হয়েছে।
সিরিয়ার দক্ষিণাঞ্চলে আইএস-এর হামলায় ২৫০ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক