আশির দশকের অন্যতম কবি মোহাম্মদ আশরাফ আর নেই

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

বিশিষ্ট কবি, শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোহাম্মদ আশরাফ আর নেই। আজ শনিবার দুপুরে তিনি কিশোরগঞ্জে প্রয়াত হয়েছেন (ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আশির দশকের অন্যতম নিভৃতচারী কবি মোহাম্মদ আশরাফ ছিলেন সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব ও বিশিষ্ট শিক্ষাবিদ। জীবদ্দশায় তার তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল। কাব্যগ্রন্থগুলো হলো- ‘হৃদয়ে বৃষ্টি ঝরে’, ‘প্রাকৃতজনের গান’ এবং ‘নির্বাচিত কবিতা’।

universel cardiac hospital

কবি মোহাম্মদ আশরাফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এক শোকবার্তায় তিনি বলেন- কবি  মোহাম্মদ আশরাফ ছিল অসাম্প্রদায়িক চেতনার মানুষ। শিক্ষক হিসেবে আমৃত্যু তিনি ছাত্রছাত্রীদের মাঝে মুক্তিযুদ্ধ, ধর্মনিরপেক্ষতা ও শোষণমুক্ত সমাজ গঠনের চিন্তার বীজ রোপণ করার চেষ্টা করেছেন। তার মৃত্যুতে জাতি হারালো মুক্তিযুদ্ধের অন্যতম সাহসী সন্তানকে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তথা জাতি আজীবন শ্রদ্ধাভরে তার জীবন ও কর্মকে শ্রদ্ধা জানাবে। তিনি পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে