রোনাল্ডোর দলত্যাগে ব্যালন ডি’অরের ১৮ বছরের রেকর্ড শেষ হলো মাদ্রিদের

ক্রীড়া ডেস্ক

ক্রিস্টিয়ানো রোনাল্ডোর আসন্ন মৌসুমকে সামনে রেখে দলত্যাগে রিয়াল মাদ্রিদের এক দশকেরও বেশী সময়ের এক রেকর্ড ভঙ্গ হয়েছে। ২০০০-০১ মৌসুমের পরে এই প্রথমবারের মত তারা মৌসুম শুরু করতে যাচ্ছে দলে কোন ব্যালন ডি’অর বিজয়ীকে ছাড়াই। এই সময়ের মধ্যে অবশ্য বার্সেলোনার হয়ে লিওনেল মেসি ব্যালন ডি’অর জয় করেছেন।
ফ্লোরেনতিনো পেরেজ সভাপতি হিসেবে দলের দায়িত্ব নেবার পর থেকেই রিয়াল বিশে^র সেরা খেলোয়াড়দের কিনে নেবার লক্ষ্য হাতে নেয় ও তাতে সফলও হয়। ২০০০ সালে নিজের প্রথম মেয়াদেই পেরেজ বার্সা থেকে লুইস ফিগোকে ৩৭ মিলিয়ান পাউন্ডের বিশ^ রেকর্ডে দলে ভিড়িয়েছিলেন। তারপর থেকেই রিয়ালে যারা খেলেছেন তাদের মধ্যে একজন না একজন ব্যালন ডি’অর বিজয়ী ছিলেন। এরপরের গ্রীষ্মে ক্লাবে আসেন জিনেদিন জিদান যিনি ১৯৯৮ সলে এই পুরস্কার জিতেছিলেন। ২০০২ সালে এই তালিকায় যোগ হন বিশ^কাপ জয়ী রোনাল্ডো। ডিসেম্বরে তিনিও রিয়ালের হয়ে ব্যালন ডি’অর জয় করেন।
পরের কিছু মৌসুম রিয়ার মাদ্রিদ ভিন্ন কৌশল অবলম্বন করে। এরপর ২০০৪ সালে মাইকেল ওয়েন রিয়াল যোগ দেন। তিনি ২০০১ সালে লিগ কাপ, এফএ কাপ ও উয়েফা কাপে লিভারপুলকে শিরোপা উপহার দেবার পুরস্কার হিসেবে তিনি এই পুরস্কার জয় করেছিলেন। ২০০৬ সালে পেরেজ সভাপতি পদ থেকে সড়ে দাঁড়ান। ঐ সময় ক্লাবে যোগ দেন ফ্যাবিও ক্যাপেলো, মিডফিল্ডার এমারসন ও ফ্যাবিও কানাভারো। ঐ বছর ইতালিকে বিশ^কাপ উপহার দেয়ায় ডিসেম্বরে কানাভারো ব্যালন ডি’অর জয় করেন।
২০০৯ সালে আবারো ক্লাবে ফিরে আসনে পেরেজ। আর এসেই দু’জন ব্যালন ডি’অর বিজয়ী কাকা (২০০৭) ও ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে (২০০৮) একসাথে দলে নিয়ে বিশ^ রেকর্ড গড়েন। তারপর থেকে শুধুমাত্র রোনাল্ডো ও মেসি এই পুরস্কার জয় করেছেন।
এবারও এই পুরস্কারের জন্য রিয়ালের দুই তারকা রাফায়েল ভারানে ও লুকা মড্রিচ সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন।
রিয়াল মাদ্রিদের হয়ে খেলা ১৮ বছরে ব্যালন ডি’অর বিজয়ীর তালিকা
২০০০-০১ : লুইস ফিগো
২০০১-০২ : লুইস ফিগো, জিনেদিন জিদান (২০০২), রোনাল্ডো (১৯৯৭,২০০২)
২০০২-০৩ : লুইস ফিগো, জিনেদিন জিদান, রোনাল্ডো
২০০৩-০৪ : লুইস ফিগো, জিনেদিন জিদান, রোনাল্ডো
২০০৪-০৫ : জিনেদিন জিদান, রোনাল্ডো, মাইকেল ওয়েন (২০০১)
২০০৫-০৬ : জিনেদিন জিদান, রোনাল্ডো
২০০৬-০৭ : ফ্যাবিও কানাভারো (২০০৬), রোনাল্ডো
২০০৭-০৮ : ফ্যাবিও কানাভারো
২০০৮-০৯ : ফ্যাবিও কানাভারো
২০০৯-১০ : কাকা (২০০৭), ক্রিস্টিয়ানো রোনাল্ডো (২০০৮)
২০১০-১১ : কাকা, ক্রিস্টিয়ানো রোনাল্ডো
২০১১-১২ : কাকা, ক্রিস্টিয়ানো রোনাল্ডো
২০১২-১৩ : কাকা, ক্রিস্টিয়ানো রোনাল্ডো
২০১৩-১৪ : ক্রিস্টিয়ানো রোনাল্ডো (২০০৮, ২০১৩)
২০১৪-১৫ : ক্রিস্টিয়ানো রোনাল্ডো (২০০৮, ২০১৩, ২০১৪)
২০১৫-১৬ : ক্রিস্টিয়ানো রোনাল্ডো
২০১৬-১৭ : ক্রিস্টিয়ানো রোনাল্ডো (২০০৮, ২০১৩, ২০১৪, ২০১৬)
২০১৭-১৮ : ক্রিস্টিয়ানো রোনাল্ডো (২০০৮, ২০১৩, ২০১৪, ২০১৬, ২০১৭)

শেয়ার করুন

universel cardiac hospital

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে