বরিশালে বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ারের ভোটবর্জনের পর রাজশাহীতে একই দলের মোসাদ্দেক হোসেন বুলবুল অনশনে বসেছেন। ব্যালট পেপার ফুরিয়ে যাওয়ায় তিনি সোমবার রাজশাহী সিটির ৩০ নং ওয়ার্ডের ইসলামিয়া কলেজ কেন্দ্রে অনশন শুরু করেন।
দুপুর ১২টার পর এ কেন্দ্রে ব্যালট পেপার ফুরিয়ে গেছে শুনে এসে সত্যতা পাওয়ায় অনশন শুরু করেন মোসাদ্দেক। তবে ব্যালট পেপার শেষ হয়ে যাওয়ার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন প্রিজাইডিং অফিসার আব্দুল্লাহিল সাফি।
সরেজমিন দেখা গেছে, বুথগুলোর সামনে ভোটাররা লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন। দীর্ঘ লাইন থাকা সত্ত্বেও ভোটগ্রহণ বন্ধ রয়েছে।এর আগে সকাল আটটায় এই সিটি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলবে একটানা বিকেল চারটা পর্যন্ত। রাজশাহী সিটিতে মোট ভোটার ৩ লাখ ১৮ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫৬ হাজার ৮৫ জন ও নারী ১ লাখ ৬২ হাজার ৫৩জন। ভোট কেন্দ্র ১৩৮টি ও ভোট কক্ষ ১হাজার ২৬টি। এই সিটিতে মেয়র প্রার্থী মোট ৫ জন। তারা হলেন আওয়ামী লীগের এ এইচ এম খায়রুজ্জামান লিটন (নৌকা), বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুল (ধানের শীষ), বাংলাদেশ জাতীয় পার্টির মো. হাবিবুর রহমান (কাঁঠাল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. শফিকুল ইসলাম (হাতপাখা) এবং স্বতন্ত্র প্রার্থী মো. মুরাদ মোর্শেদ(হাতি)।