প্রায় তিনদশক পর আবারও শুরু হচ্ছে ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতা। বিএফডিসিতে সর্বশেষ ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল ১৯৯০ সালে। এ প্রতিযোগিতার মাধ্যমে উঠে আসা এই শিল্পীদের মাঝ থেকে আজ আমাদের মাঝে বেঁচে নেই জনপ্রিয় চিত্রতারকা সোহেল চৌধুরী, দিতি এবং মান্না। প্রয়াত এই তিন তারকাকে উৎসর্গ করা হয়েছে এবারের ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতা। সম্প্রতি রাজধানীর ঢাকা ক্লাবে চলচিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার এক প্রেস ব্রিফিং-এ তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক ফারুক, আলমগীর, পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, হারুনুর রশিদ, মিশা সওদাগর, সোহানুর রহমান সোহান, ছটকু আহমেদ প্রমুখ।
জানা গেছে, সেপ্টেম্বরের ১ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু হবে। প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে হলে নির্ধারিত পরিমাণ ‘ফি’ দিতে হবে । অনুষ্ঠানের মান সম্পর্কে আয়োজকরা জানান, ‘আমরা চেষ্টা করছি একটি ভাল ও আন্তর্জাতিক মানের শো আয়োজন করতে। আমাদের আশা আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে চলচ্চিত্রে নতুন কিছু তারকা উপহার দিতে পারব। এ লক্ষ্যেই আমরা সকলে কাজ করে যাচ্ছি।’ এই আয়োজনের সার্বিক সহযোগিতায় আছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি এবং বিএফডিসি।