সি
সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশনের ভোটগ্রহণ শেষে গণনা চলছে। এখন পর্যন্ত প্রাপ্ত ফলে তিন সিটিতে এগিয়ে রয়েছে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী।
সিলেটে ১৩৪ কেন্দ্রে মধ্যে এ পর্যন্ত ৪০ টি কেন্দ্রের ফল জানা গেছে। এতে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ২৬৭০৬ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত পেয়েছেন ২৫২৯৬ ভোট।
রাজশাহীতে ১৩৮ কেন্দ্রে মধ্যে এ পর্যন্ত ১১২ টি কেন্দ্রের ফল জানা গেছে। এতে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ১৩৪৪০৬ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত পেয়েছেন ৬২৭২৭ ভোট।
বরিশালে ১২৩ কেন্দ্রে মধ্যে এ পর্যন্ত ৫১ টি কেন্দ্রের ফল জানা গেছে। এতে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ৪৭৫০৮ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বদ্ধী বিএনপি-সমর্থিত পেয়েছেন ৬৫৯৯ ভোট।
ভোট বর্জন ও বাতিলের দাবি এবং বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে তিন সিটিতে ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল চারটায় শেষ হয়। এখন চলছে ভোট গণনা।