স্মৃতি ইরানি, বর্তমানে যিনি ভারতের কেন্দ্রীয় মন্ত্রী। একথা হয়ত অনেকেরই জানা, রাজনীতিতে আসার আগে তিনি অভিনয় করতেন । স্মৃতি ইরানি একসময় একতা কাপুরের ‘কিঁউ কি শাস ভি কভি বহু থি’-তে ধারাবাহিকে তুলসী ভিরানির চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠেন। তবে তারও আগে মিকা সিংয়ের একটি মিউজিক ভিডিও ‘বলিয়াঁ’র গানে স্মৃতিকে ব্যাকগ্রাউন্ডে নাচতে দেখা গিয়েছিল। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের জিনিউজ পত্রিকা।
রেমো ডি’সুজা, যিনি বর্তমানে বলিউডে অন্যতম জনপ্রিয় কোরিওগ্রাফার। সেই রেমো ডি’সুজা একসময় শাহরুখ খানের জনপ্রিয় সিনেমা ‘পরদেশ’-এর ‘মেরি মেহেবুবা’ গানের ব্যাকগ্রাউন্ড ড্যান্সার ছিলেন। সরোজ খান, বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফারকে একসময় ‘হাওড়া ব্রিজ’-ফিল্মের ‘আইয়ে মেহেরবা’ গানের ব্যাকগ্রাউন্ডে নাচতে দেখা যায়।
ডেইসি শাহর যিনি হেট ‘স্টোরি থ্রি’তে অভিনয় করে শিরোনামে উঠে আসেন, সেই ডেইসিকে একসময় দেখা গিয়েছিল সালমান খানের ‘তেরে নাম’ ফিল্মের ‘লাগান লাগি’ গানের ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসাবে।
সুশান্ত সিং রাজপুত যিনি ইতিমধ্যেই বলিউডে একাধিক ছবির নায়ক। সেই সুশান্ত একসময় হৃত্বিক রোশনের ‘ধুম টু’ ছবির গানের ব্যাকগ্রাউন্ড ড্যান্সার ছিলেন।
মৌনী রায়, যিনি বর্তমানে হিন্দি ধারাবাহিকের পাশাপাশি অক্ষয় কুমারের আগামী ছবি ‘গোল্ড’-এ অভিনয় করছেন, তাকে একসময় শাহরুখ-ঐশ্বরিয়ার ‘ইশক কমিনা’ গানের ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসাবে দেখা গিয়েছিল।
দিয়া মির্জা, যিনি একাধিক বলিউড ছবিতে অভিনয় করেছেন, সেই দিয়াও একসময় একটি দক্ষিণী ফিল্মের ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসাবে কাজ করেছিলেন।
শহিদ কাপুর, যিনি বলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক, সেই শহিদও একসময় ঐশ্বরিয়ার ‘তাল’, কারিশমা কাপুরের ‘দিল তো পাগল হ্যায়’ ছবির গানের ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসাবে কাজ করেছিলেন।
রণবীর সিং, বলিউডের পরবর্তী শাহরুখ খান বলা হয় যাকে সেই রণবীরকেও একসময় ঐশ্বরিয়া, অভিষেক, অমিতাভের ‘কজরা রে’ গানের ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসাবে দেখা গিয়েছিল।
রণবীরের পাশাপাশি তার প্রেমিকা দীপিকা পাড়ুকোনও একটি ফ্যাশন শোয়ে যেখানে ফারদিন খান শো স্টপার ছিলেন, সেই শোয়ের র্যাম্পে ফারদিনের পিছনে হেঁটেছিলেন। পাশাপাশি একটি বলিউড ছবির ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসাবেও দেখা গিয়েছিল তাকে।