রাজশাহীতে ভোট গণনার সময় প্রিজাইডিং অফিসারের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনের ভোট গণনার সময় খালেকুজ্জামান (৫৫) নামে এক ভোটগ্রহণ কর্মকর্তা মারা গেছেন। সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ওই কেন্দ্রের প্রিজাইডিং আফিসার অমিনুল ইসলাম বলেন, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। তাতে দায়িত্ব পালন করেন খালেকুজ্জামান। বিকেল ৫টার দিকে ভোট গণনা শুরু হয়। ভোট গণনাকালে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন খালেকুজ্জামান। দ্রুত তাকে রামেক হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

universel cardiac hospital

খালেকুজ্জামান পবা উপজেলা দামকুড়া ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। অতিরিক্ত দায়িত্ব হিসেবে রাসিক নির্বাচনে ৮৯ নম্বর ছোট বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন তিনি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে